Shourav Kumar Barai
আজ খুব আনন্দ লাগছে। এ আনন্দ যেন বিজয়ের, অনেক সাধনা করে পাওয়া। আজ আমার ছাত্র ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। শিক্ষক হিসেবে এটা যে কত আনন্দের সেটা আমি হয়ত শিক্ষক না হলে অনুভব করতে পারতাম না। আনন্দে চোখের কোনে মনে হয় একটু জল চলে এলো। আজ মনে পড়ে তখনকার কথা, যখন আমিও ছাত্র ছিলাম। আমার প্রিয় প্রাইভেট শিক্ষক যখন ধৈর্য ধরে আমায় পড়াতেন, আমার জন্য কষ্ট করতেন। একদিন যখন আমি শিক্ষক হয়ে সংবাদটা ওনাকে জানাই, উনি না জানি কতই আনন্দিত ও গর্বিত হয়েছিলেন। তখন হয়ত সে আনন্দ পুরোপুরি বুঝি নি, কিন্তু এখন শিক্ষক হয়ে সে আনন্দ পুরোপুরি অনুভব করছি। এ যেন একটু একটু করে বড় করে তোলা গাছের ফল দেয়ার মত আনন্দ। আজ প্রাইভেট শিক্ষক মহোদয় নেই, উনার কথা খুব মনে পড়ছে। সামনে আমার ছাত্র ছাত্রী জিপিএ ৫ পাওয়ার আনন্দ করছে। শিক্ষক হিসেবে এ আমার বিজয়