নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অগণিত নারী-পুরুষের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় নতুন একটি স্বাধীন দেশ, লাল-সবুজের বাংলাদেশ । এই বিজয়ের মধ্যে দিয়েই আমরা পেয়েছি আমাদের স্বাধীন পরিচয় ও আত্মনিয়ন্ত্রণের মৌলিক মানবিক অধিকার। বিজয়ের পঞ্চাশ বছর পূর্তির এই গৌরবময় উদযাপনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি সকল অকুতোভয় বীর ও বীরাঙ্গনাদের জানাই শ্রদ্ধা ও ভালবাসা। তাঁদের আত্মত্যাগ ও বীরত্বগাথাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে বিজয়ের আনন্দ ও গৌরব ছড়িয়ে দিতে চাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।