পঞ্চাশ এর বিজয় কিন্তু আমার দেখা সতেরো।

মোঃ সামিউল আলম রাতুল

আমি জন্মের আগে একটি দেশ স্বাধীন হয়েছে তাই স্বাধীনতার বিজয়ের উল্লাস আমি দেখিনি। তবে ইতিহাস জেনে বুঝেছি এই বিজয় অর্জন করা মোটেই সহজ ছিল না। আমার বয়স সতেরো বছর এই সতেরো বছরে এসে এখন আমি বিজয়ের পঞ্চাশ বছরের বিজয় উল্লাস করছি, যা আমার কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের বিজয় হিসেবে মনে হচ্ছে, এ বিজয় আমার কাছে গর্বের, আনন্দের, অনুপ্রেরণার। জয় বাংলা ✊✊