বিজয় এলো

মোঃ মুনজুরুল ইসলাম

১৬ই ডিসেম্বর এলে মনটা আমার কেমন কেমন করে সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে আর ফেরেনি ঘরে। পাক হানাদারদের ওই হাতে মরলো মানুষ দিনে রাতে দেশের জন্য জীবন দিয়ে শহীদ হলো তারা তাতে। নয় মাস যুদ্ধ করে সব হানাদার হলো শেষ সৃষ্টি হলো এক নতুন দেশের দেশের নামটি বাংলাদেশ। এই বিজয়ের মাঝেও যে অনেক কষ্ট আছে জীবন দিয়ে লাখো মানুষ শহীদ হয়ে গেছে। ৫০ বছর পরে এসে ষোলই ডিসেম্বরে দেশকে মোরা কী দিয়েছি দেখি হিসাব করে। দেশের মানুষ থাকুক ভালো মিলিয়ে কান্না হাসি আসো সবাই একটু হলেও দেশকে ভালোবাসি।