এক জয়িতার গল্প

নিপা বেপারী

বয়স ৮০ পার করেছেন,দশ সন্তানের জননী। ১০ জনের মাঝে ৮ মেয়ে, ২ ছেলে। ৮জনের এক কন্যা ছোট থাকতেই জলে ডুবে মারা যায়। দারিদ্র্যের মাঝে থাকলেও কন্যাদের কখনও বোঝা মনে করেননি। যার ফলাফল হিসেবে ৭কন্যার মাঝে ৫জন তৎকালীন সময়ে এম.এ. সম্পন্ন করেছে। ২ ছেলের মাঝে একজন চিকিৎসক। দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস,বয়সজনিত সমস্যায় আক্রান্ত। দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। অসাধারণ জীবনীশক্তি নিয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে। সন্তানদের সেবা আর নিজের ইচ্ছাশক্তিই তাকে সফল করেছে। আজকাল সামান্য কারণেও যারা আত্মহত্যার পথ বেছে নেয়, তাদের জন্য প্রেরণা হতে পারে আমাদের মায়ের এই বেঁচে থাকার ইচ্ছে। যেসব সন্তানেরা বৃদ্ধ পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে, তাদের জন্যও হতে পারে উদাহরণ যে মা-বাবা জীবনের সবথেকে অমূল্য সম্পদ।