স্মৃতি পাতায় বিজয়

AshikBilla Shanto

আমি একবার আমার বাবা,চাচা ও মামার সাথে ঢাকা থেকে রংপুর যাচ্ছিলাম। আমরা সন্দ্যায় একটি মাইক্রোবাস নিয়ে রওনা দিলাম। আমার বাবা ড্রাইভিং করছিলেন। হঠাৎ তার কেমন খারাপ অনুভূতি হচ্ছিল। তাই তার বদলে আমার চাচা বসল ড্রাইভিং করতে। হঠাৎ করে তারও ঠিক একই অবস্থা। তাদের দু'জনের এ অবস্থা দেখে আমার মামা বসল ড্রাইভিং-এ। তারও ঠিক একই অবস্থা হল। তাদের সকলেরই একই অবস্থা হওয়ার কারণ আমরা বুঝতে পারলাম না । আমার মামা যদিও লং ড্রাইভিং- এর অভ্যাস ছিল কিন্তু কাজ হলো না। কওড়া পার হয়ে মহাস্থানগড়ের কাছাকাছি নিজ'ন একটি জাইগায় গিয়ে আমাদের সবারই ঘুম ঘুম পাচ্ছিল। ঘুম কাটানোর জন্য আমরা চায়ের দোকান খুঁজছিলাম। হঠাৎ দেখতে পেলাম বাঁশ ঝাড়ের কাছে একটি দোকান। সে দোকানে এক সাদা কাপড় পরা বৃদ্ধলোক এবং একটি ছোট্ট ছেলে তারও পড়নে ছিল সাদা কাপড়। তাদের দু- জনেরই এমন সাদা কাপড় দেখে কেন যেন উদ্ভট লাগল। সেই দোকানে চা ছাড়াও ভাত ছিল, তাই আমরা সবাই ভাতও খেলাম আবার চাও খেলাম। খাবারদাবার দেখে তাদের এ পোশাকের কথা ভূলেই গেলাম। তাদের দোকানের খাবার এতোই মজা ছিল যে, আমরা সিদ্ধান্ত নিলাম যে পরদিন ফেরার পথে লাঞ্চও আমরা এখানেই সেরে নিব।যে কথা সেই কাজ। ঠিক সেই মতো আমরা ফেরার পথে ঐ জায়গায় এসে দোকানটি আর খুঁজে পেলাম না। আশেপাশের মানুষ কে জিজ্ঞেস করার পর জানা গেল বস্তুতঃ এখানে কোন দোকান নেই। তবে বহুদিন পূর্বে এখানে একটি দোকান ছিল সত্যই। তবে বিজয়ের অনেক পূর্বেই ঐ দোকানী মারা যায়। পরে তার এক নাতি দোকান চালাতো সেও নাকি একদিন কলেরায় মারা গিয়েছে, গভীর রাতে সেই নানা ও নাতিকে অনেকেই নাকি দেখতে পেয়েছে।