অদম্য অর্জিত বিজয়

রিপন রক্ষিত

এ বিজয়ের গল্প গত ৩ বছর আগের, যখন আমি ক্লাস নাইনে ছিলাম। নবন শ্রেণীর পরীক্ষা দিয়ে আমি মামার বাড়ি গিয়েছিলাম । আকস্মিক ভাবে একদিন স্যার আমাকে বলল যে তোমাকে একটা বৃত্তি পরীক্ষা দিতে হবে কালকে। এবং আমাকে সেন্টার এবং যাবতীয় তথ্য সকল তখন জানিয়ে দিল। আমি শুধু কথায় শুনছিলাম, কারণ এ যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কারণ কোন প্রস্তুতি নেই, সময় নেই বই ও হাতের কাছে নেই ইত্যাদি। এদিকে আগেই স্যার আমার নাম জমা দিয়েছেন। কি আর করা, সারারাত মামারবাড়িতে চিন্তায় ছিলাম আর সকাল সকাল সরাসরি সেন্টারে চলে গেলাম। সেখানে দেখি আমার সীট সবার প্রথমে। এদিকে আরেক বিপদ চলে এলো। 1:30 মিনিট পরীক্ষা দিলাম কোনরকম। প্রশ্নও আসছিলো পুরো সকল বই থেকে এবং সাধারণ জ্ঞান সহ। কোন প্রসতুতি ছাড়া এই পরীক্ষা দিয়ে ফেললাম। বেশ কয়েকদিন ফলাফল জানিয়ে দিল কতৃপক্ষ। মোট 300 পরীক্ষার্থীর মধ্যে থেকে 15 জনকে বৃত্তি প্রদান কর। সৌভাগ্যের বিষয় হল 15 জনের মধ্যে আমার নামটাও চলে আসল 8 নাম্বারে। এদেখে আমি খুশিতে আত্নহারা এবং অবিশ্বাস্য হয়েছিলাম। এ বিজয় সত্যি আমার সেরা একটি বিজয় অর্জন ছিল যা স্মরণীয় হয়ে থাকবে সারাজীবন। তো আমার বিজয়ের গল্প কেমন লাগল আপনাদের ?