Sadia Islam
আমার নানা একজন মুক্তিযুদ্ধা ছিলেন। তিনি যখন মুক্তিযুদ্ধে যোগ দেন তখন তার বয়স ছিল ২৩ বছর। তিনি তার মাতৃভুমি তার জন্মস্থান ছেড়ে রংপুর এ তার বোনের বাসায় এসে লুকিয়ে মুক্তিবাহীনিতে যোগ দেন। তারপর দিন এর পর দিন না খেয়ে পারিবার পরিজন থেকে আলাদা থেকে তিনি দীর্ঘ ৯ মাস যুদ্ধ করেন আর দেশকে স্বাধীন করেন। তিনি আমাকে প্রায় তার সাহসিকতার পরিচয় দিতেন যে কিভাবে তিনি পাক বাহিনীর মোকাবেলা করেন। তিনি বলতেন যে এমন ও অনেক দিন গেছে যে তিনি খান নাই আবার এমন ও অনেক রাত গেছে যে তাকে মাটির ভিতর সুরাগ এ ঘুমাতে হয়েছে। আমার কাছে বিজয় মানে স্বাধীন ভাবে চলা। স্বাধীন দেশের মানুষ হিসেবে বেঁচে থাকা। বাংলায় কথা বলা। আর আজ আমার সেই বীর মুক্তিযোদ্ধা আমার নানা নেই পাশে। আমি আজ ও গর্ব করি যে আমি একজন মুক্তিযুদ্ধের নাতিন। অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ও সম্মান সব মুক্তিযুদ্ধাদের❤️