Md Habibul basher
"আমার স্বপ্ন আমার জীবন" ================ প্রত্যেকের কাছে তার নিজের জীবন অত্যান্ত প্রিয়। শুধু প্রিয়ই নয় সুন্দরও। কেন এতো সুন্দর এই জীবন? কেন এতো সুন্দর এই পৃথিবী। পৃথিবীর এতো সুন্দরের মাঝে নিজেকেও সুন্দর করে ভাবতে ভাল লাগে। কিন্তু সবচাইতে বড় কথা হলো, জীবনের আকর্ষণই সবচাইতে বড় সুন্দর একটি জীবনের কাছে। এই আকর্ষণই জীবণকে প্রিয় করে তোলে সর্বদা। কিন্তু এতসব সুন্দর মনকে সুন্দর করতে পারে না যদি না মনে স্বপ্ন থাকে। যার স্বপ্ন তার কাছে যত বেশী আকর্ষণীয় তার সময় তত বেশী মোহনীয় তার কাছে। স্বপ্ন যখন হারিয়ে যায় তখন জীবনে আর কিছু অবশিষ্ট থাকে না। স্বপ্নকে ঘিরেই জীবন। যার জীবনে স্বপ্ন মরে যায় তার #জীবন মরুভূমি ছাড়া আর কিছু নয়। এত আকর্ষণীয় জীবন থেকে কেউই হারিয়ে যেতে চায় না। সবাই তার জীবনকে আকড়ে ধরে থাকতে চায় যতটা সময় পারে। কিন্তু কখনো কখনো খুব কম হলেও এমন সময়ও আসে যখন মানুষ তার জীবন থেকে হারিয়ে যাওয়াকেই বেশী পছন্দ করে। আমরা দেখি আমাদের চোখের সামনে এমন ঘটনা অহঃরহ ঘটে। কেন এমন ঘটে? এত সুন্দর পৃথিবী থেকে নিজ হাতে নিজেকে সরিয়ে দিতে চাওয়ার মতো এমন নিষ্ঠুর কিভাবে হতে পারে মানুষ? কখন হতে পারে? জীবনের এই যে সৌন্দর্য্য এর মূলে রয়েছে তার স্বপ্ন। সে স্বপ্ন ছোট বা বড় এটা কোন বিচার্য বিষয় নয়। একই স্বপ্ন কারো কাছে জীবন সমান আবার অন্যের কাছে তা অতি নগন্য মনে হতে পারে। যার স্বপ্ন তার কাছেই শুধু বড়- অন্যের কাছে হয়তো বা নয়। স্বপ্ন যখন হারিয়ে যায় তখন তার আর কিছু অবশিষ্ট থাকে না অনেক কিছু থাকার পরেও। স্বপ্ন হারানো জীবনে কোন আকর্ষণ থাকে না যতক্ষণ না দ্বিতীয় কোন স্বপ্ন তার বেঁচে থাকার মানে বলে দেয়। আর বলে দেয়ার আগ পর্যন্ত মানুষ যেকোন কিছুই করতে পারে। এমনই এক সন্ধিক্ষণে এসেই মানুষ তার নিজের জীবন থেকে সরে যাবার মতো রূঢ় সিদ্ধান্ত নিয়ে থাকে কেউ কেউ। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে- থাকতে পারে। মানুষের মনে অনেক স্বপ্ন থাকতে পারে। একটি স্বপ্ন ভেঙে গেলেও সে তার জীবনকে ভালবাসে যদি তার জীবনে অন্য স্বপ্ন থাকে এবং সে স্বপ্ন তার জীবনকে আকৃষ্ট করতে পারে। হারিয়ে যাওয়া স্বপ্ন যদি এমন হয় যাকে কেন্দ্র করে বেঁচে থাকে বাকী স্বপ্ন, তবে তার হারিয়ে যাওয়াতে বাকী স্বপ্নগুলোর আর কোন আবেদন থাকে না। স্বপ্ন কি? কিছু সুন্দর চাওয়া। অথবা চাওয়ার সুন্দর রূপ। চাওয়ার কল্পিত রূপ যা মানুষ পাওয়ার #আশা করে। যা পাওয়ার জন্য মানুষ হৃদয়ে নানান ধরণের কল্পণাকে পুষে রাখে। না, আমি এমন স্বপ্নের কথা বলছি না,যা কখনো পূরণ হবার মতো নয়। যে স্বপ্ন শুধুই স্বপ্ন আমি তার কথা বলছি না। আমি বলছি সেই স্বপ্নের কথা যে স্বপ্নগুলোকে নিয়ে জীবন আবর্তিত হয়। ছাত্রের স্বপ্ন পরীক্ষায় ভাল রেজাল্ট করা, বেকারের স্বপ্ন একটা ভাল চাকরী কিভাবে মিলে যায়, প্রেমিকের স্বপ্ন তার প্রেমিকার সাথে পুরো জীবন কাটানোর বন্দোবস্ত হয়ে যায় ইত্যাদি। কেউ যদি এগুলোকে স্বপ্ন বলতে না চায় তাতে আমার আপত্তি নাই। কিন্তু আমি তাকে স্বপ্ন বলি। এসব স্বপ্ন আমাদের জীবনের স্বপ্ন, আমার আগামী কালের স্বপ্ন, আমাদের বেঁচে থাকার স্বপ্ন। আমি আমার জীবনের স্বপ্নের কথা বলছি। আমি বলছি আমার দৈনন্দিন স্বপ্নের কথা। আমার ভাল লাগার, আমার ভালবাসার স্বপ্নের কথা। আমি সে স্বপ্নের কথা বলছি যার বাস্তবায়নের জন্য আমরা আমাদের সময়, শ্রম মেধা এবং অর্থ ব্যয় করি আমাদের সাধ্য অনুযায়ী। আমি সে স্বপ্নের কথা বলছি যা আমাদের জীবনকে ঘিরে আবর্তিত হয়, যা আমরা দেখি নিছক বেঁচে থাকার তাগিদে। আবার আমি এ স্বপ্নের কথাও বলছি যে স্বপ্ন আমার বেঁচে থাকাকে আরও আকর্ষণিয় করতে নিয়ামক হয়। আমি এমন সব স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন বেঁচে থাকলে ভাল লাগে আকাশের সৌন্দর্য্য, ভাল লাগে সবুজের সমারোহ, পাখীদের গান, ঝর্ণার নিরবিচ্ছিন্ন ছুটে চলা। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন ভেঙে গেলে পৃথিবীর এই সব অপরূপ সৌন্দর্যের কোন মানে আর অবশিষ্ট থাকে না। আমি #স্বপ্ন দেখি; আমি স্বপ্ন দেখাই। স্বপ্ন আমার জীবন, স্বপ্ন আমার চলার গতি। আমার স্বপ্ন আমার ভালবাসা, আমার ভাললাগা। এই স্বপ্নকে আমি ভেঙে দিতে পারি না। আমার জীবন থেকে আলাদা করতে পারি না আমি আমার স্বপ্ন, যা আমাকে দেয় আনন্দ-বেদনা, আশা-নিরাশার মিশ্রিত স্বাদের আস্বাদন। যে আশা পূরণ না হবার ভয় নাই তা আমার স্বপ্ন নয়। তাকে নিয়ে বেঁচে থাকা যায়, সামনে এগিয়ে যাওয়া যায় কিন্তু স্বপ্ন দেখা যায় না। স্বপ্ন বলি আমার সেই আশাকে যা পাওয়া না পাওয়ার দোলায় দোদুল্যমান। পাওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমন না পাওয়ার সম্ভাবনাকেও নাকচ করে দেয়া যায় না। স্বপ্ন বলি তাকে যা পাওয়ার পাশাপাশি হারানোর ভয়ও থাকে। আমি তোমাকে অনেক ভালবাসি। তুমি আমার ভালবাসা, তুমি আমার স্বপ্ন। তোমাকে আমি পেতে চাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি জানি। তোমাকে আমি পেতে চাই আমার জীবনের রাণী করে তাতে কণা পরিমাণ সন্দেহ নাই। তোমাকে পেতে চাই আমার জীবনকে সুন্দর করার জন্য, তোমাকে নিয়ে বেঁচে থাকার জন্য। তোমাকে নিয়ে আরও নতুন নতুন স্বপ্ন দেখার জন্য। তোমাকে পেতে আমি পাগল এজন্য যে আমি পাগল নই। কিন্তু তোমাকে না পেয়ে আমি পাগল হয়ে যেতে প্রস্তুত নই। তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই, কিন্তু তোমাকে না পাওয়ার যন্ত্রণা থেকে বাঁচতে আমি মরতে রাজি নই। আমি তোমাকে ভালবাসি তোমার ভাললাগার জন্য নয়; বরং ভালবাসি আমার ভাল লাগার জন্য। তোমার ভালবাসার প্রতিদান দেবার জন্য আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে চাই- এমনটি নয়; বরং আমার ভালবাসার দাম দেবার জন্যই আমি তোমাকে আমার জীবনের সাথী করতে চাই। আমি প্রেমিক, কিন্তু আমি পাগল নই। আমি আমাকে ভালবাসি বলেই তোমাকেও ভালবাসি। আমি আমার চাওয়া-পাওয়াকে ভালবাসি বলেই তোমাকে ভালবাসি। তোমাকে আমার ভালবাসতে ভাল লাগে বলেই তোমাকে আমি ভালবাসি। তোমাকে নিয়ে আমি সুখি হতে চাই বলেই তোমাকে আমি ভালবাসি। তোমার ভালবাসায় সিক্ত হয়ে আমার জীবনের পথ পাড়ি দিতে চাই বলেই তোমাকে ভালবাসি। পরিশেষে আমার প্রিয় মানুষের প্রিয় কথাটি না বল্লেই নয়,যা আমার কানে কানে বলেছিলো... "জীবন মানুষকে বাঁচায়, আর স্বপ্ন মানুষকে সাজায়।" -------------------------------------------------- (সংগ্রিহীত)