কিভাবে আমাদের বিজয় এলো

কামরুন্নাহার বর্ষা

১৯৭১ সাল তখন ছিল বাংলার রাজপথ গুলোতে ছিল রক্তের দাগ।ডোবা নালায় ভেসে ছিল হাজারো মানুষের লাশ । বাংলাদেশ তখন একটি দেশ ছিল যা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে।পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ( বর্তমান বাংলাদেশ) কে একটা সময় শাসন করতে চাইলো এখানকার মূল্যবান সম্পদ তারা নিয়ে যেতো এদেশ থেকে। এদেশের বিভিন্ন ক্ষেত্রে খাজনা বাড়িয়ে দিয়ে পূর্ব পাকিস্তান কে শাসন করতে শুরু করলো।তারা এদেশে নিজেদের কলকারখানা স্থাপন করতে লাগলো। তাদের দেশে শিক্ষা কিংবা অন্যান্য ক্ষেত্রে যদি ব্যয় করতো ৮০শতাংশ তবে এদেশের জন্য ব্যয় ধরা হতো ত্রিশ শতাংশ । এভাবে তারা আমাদের যেমন শিক্ষার ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রাখতে চেয়েছিল। সরকারি প্রতিটি পদে নিজেদের কর্মীদের আগে প্রাধান্য দেওয়া হতো তারপর পূর্ব পাকিস্তানকে। একটা সময় তাদের দাবি হলো প্রত্যক চাকরির ক্ষেত্রে উর্দু ভাষায় হবে রাষ্ট্র ভাষা। কিন্তু তাদের এই দাবি আমাদের পূর্ব মানুষজন মেনে নিতে পারেননি ।কারণ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা ছিল ।তাই বাংলার দাবি হলো রাষ্ট্র ভাষা বাংলা চাই।আর তাকেই কেন্দ্র করে বাংলার যুদ্ধ শুরু হলো । তৎকালীন সময়ে শেখ মজিবুর রহমান ছিলেন বাংলার নেতা। তিনি ৫২তে আন্দোলনের ডাক দিলেন। এরপর বহুবার কারাগারে বন্দি হলেন । তবুও তাকে দমিয়ে রাখতে পারেনি পাকিস্তানী বাহিনী । তিনি একাত্তরের ৭ই মার্চ এ ভাষণ দিলেন , দিলেন স্বাধীনতার ডাক। বলে ছিলেন আমরা মুক্তি চাই আমরা আমাদের অধিকার চাই । তিনি বলেছিলেন যা কিছু আছে সব নিয়ে বাংলার মানুষকে তৈরি থাকার জন্য। প্রয়োজনে জীবন দিয়ে হলেও বাংলাদেশ কে মুক্ত করে ছাড়বেন তিনি আশা দিয়ে ছিলেন। তার ডাকে সাড়া দিয়ে কৃষক, শ্রমিক, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, ছাত্র জনতাসহ ত্রিশ লক্ষ শহীদের প্রাণ বাজি রাখলো ।নয় মাস যুদ্ধ হলো সালাম বরকত রফিক জব্বার সহ ত্রিশ লক্ষ প্রাণ কত মা তার ছেলে হারিয়েছেন।কত বোন তার ভাই হারিয়েছেন।কত বোন নির্যাতিত হয়েছে সেই নরক পশুদের হাতে ,কত বৌদির সিঁথির মুছে গিয়েছে তার কোন হিসাব নেই। পশুর মতো গুলি বিদ্ধ করেছিল বাংলার মানুষের উপর। তবুও হার মানেনি বাংলার দামাল ছেলেরা।জীবনটাকেই দিয়ে দিল ।এ বিজয় আমাদের শহীদ ভাইয়ের রক্ত দিয়ে কেনা।এ বিজয় বাংলা মায়ের অশ্রু দিয়ে মাখা।অবশেষে একাত্তরের ১৬ই ডিসেম্বর এ সকালে বাংলা প্রাণ ফিরে পেল,বাতাসের অনুরণনে বিজয়ের কম্পন শুরু হলো । রাজপথে আবারও এক মিছিল নামলো তবে সেটা যুদ্ধের নয় বিজয়ে।পশ্চিম পাকিস্তান সরকার ইয়াহিয়া খান নত শিকার করে নিল হার মেনে নিল বাংলার কাছে। বাংলার বুকে বিজয়ের উল্লাস শুরু হলো।উড়লো বাংলার প্রান্তর হতে প্রান্তরে লাল সবুজের পতাকা । বিজয় এনে দিল আমাদের মুক্তি সেনার দল। তাদের নিয়ে আজ আমরা গর্বিত। গর্ববোধ করি আমরা স্বাধীন দেশের মানুষ। এভাবেই আমাদের বিজয় এলো বাংলার বিজয়। জয় বাংলাদেশ জয় লাল সবুজের দেশ।