আব্দুল হাই মিলন
আমার মেয়ের নাম চেতনা, ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ১৭৫৭ থেকে ১৯৪৭ প্রায়ই ২০০ বছর ইংরেজ দ্বারা শাসিত হবার পর। ১৯৪৭ সালে দ্বী-জাতির ভাগাভাগিতে ভারত এবং পাকিস্তান নামক রাষ্ট্র বানিয়েছে ইংরেজগন বিদেয় নেয়। এরপর ও কেটেগেছে অনেকটা সময় ১৯৭১ সালে যখন আমাদের টনক নড়ে, মনে হয় আর হচ্ছে না এই শাসন, ভাষা, সংস্কৃতি, অধিকার আদায় সব দিক থেকে বঞ্চিত। ঠিক তখনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। স্বাধীন হয়েছে আমাদের আজকের এই স্বাধীন সোনার বাংলা। সত্যিই মোরা স্বাধীন? এইভাবে একটা গল্প পড়ে আমার মেয়েকে শুনচ্ছি। আমি সব সময় মেয়েকে স্বাধীন চেতনার মাধ্যমে জ্ঞান অর্জনে সাহায্য করি। মেয়েটার দিকে তাকিয়ে ভাবচ্ছি, কিছু দিন আগেই তো, প্রথম কোলে তুলে চোখে কান্না গড়িয়ে পরেছিল। মেয়ে হঠাৎ প্রশ্ন করলো, ধর্ষন কি বাবা? কি উত্তর দিব মেয়েকে? নিজেকে নিজে প্রশ্ন করছি। আবার মেয়ে জানতে চাইলে, ঞ্জিগাসা করলাম। মা, তুমি এই শব্দ কোথায় পেয়েছো? মেয়ের জবাব, প্রাইয় খবরে শুনি বাবা। কিন্তু, জানি না ব্যাপারটা। কাউকে ঞ্জিগাসা করলে বলে, চুপ এটা নিয়ে কথা বলতে হয় না। আমি বললাম, আচ্ছা বলছি। কোন একজনের ইচ্ছার বিরুদ্ধে কোনো একজন মানুষ সংরক্ষিত জায়গায় (শরীলের যে সকল আমরা ঢেকে রাখি) যা প্রকাশে আমাদের ইতস্তত বোধ হয়, সে সকল জায়গায় হাত দেওয়া বা অনুপ্রবেশ করানোকে ধর্ষন বলে। মেয়েঃ ধর্ষন কেন হয়, বাবা। মানুষ কেন এই কাজ করে? মা, মূলত যারা এ ধরনের কাজ করে। নিজেকে মানুষ বলার যোগ্যতা তাদের নেই। করোর ইচ্ছার বিরুদ্ধে যোর করে চাপিয়ে কিছু করা উচিত না। এটা অন্যয় কাজ। কখনো সমাজ বা কোন সুস্থ পরিবেশ বা মানসিকতার মানুষ এটাকে সর্মথন করবে না। আর একটা কথা, তোমার যদি কোখনো মনে হয় তোমার সাথে এমন ঘটনা ঘটাচ্ছে সাথে সাথে চিংকার করে নিষেধ করবে। প্রয়োজনে হাতের আশেপাশে যা পাবে তা দিয়ে নিজেকে রক্ষা করবে। মেয়েঃ শেষ প্রশ্ন, ব্যাপার যেহেতু খারাপ তবে কেন এত সচরাচর ঘটে থাক? তাহলে কি আমরা এখনও স্বাধীন হয়নি? সমাজে কিছু খারাপ মানুষ রয়েছে, তারা এ খারাপ কাজগুলো করে। হয়তো তুমি ঠিকই বলছো আমাদের দেশের মেয়েরা এখনো স্বাধীন হতে পারেনি।