শীতের সকাল

Farhan Forhad

শীতের সকালে বেজা কুয়াশায়,ভোরের সূর্য্য, চারদিকে পাখির ডাক মনকে আলোকিত করে,মনে হয় আজকের দিনটা ভালো হবে,,সেটাই কল্পনায় ডুবেথাকে মন,শীতের সকালে শীতের পিঠা খেজুরের রস দেখলে মনে হয়,বার মাস এভাবে কাটাই,,। শীতের রৌদ শরীরে লাগলে মনে হয় এই রকমি থাকি সারাক্ষণ।