আরাফ
সালটা ১৯৭১,রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা এনেছিলো প্রিয় স্বাধীনতা,প্রিয় বাংলাদেশ;পেয়েছিলো বিজয়ের স্বাদ।এমনি এমনি কিন্তু বিজয় আসে নি,তার পেছনে রয়েছে লাখো লাখো শহীদের তাজা রক্ত,জীবনকে দেশের জন্য-দেশের সকল মানুষের জন্য উৎসর্গ করা~নিঃসন্দেহে এটা মহামূল্যবান,কতটুকু দায়িত্বশীল হলে দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া যায়_সম্মানের সহিত স্মরণ করা হয় সবসময় সেইসব মহামানবদেরকে,দোয়া করা হয় তাদের প্রতি।তাই বলবো~তাদের জীবনের বিনিময়ে অর্জন এ বিজয়,এ স্বাধীনতা,এই প্রান প্রিয় বাংলা,এই বিজয়ের বাংলাদেশ; মানুষ মনে-প্রানে সেই সব বীরদেরকে মনে রাখুক আজীবন এবং সেই সাহস,সেই জীবন দান এসব গ্রহণ করে বাংলাদেশকে নিয়ে যাক সবার উপরে, দেশ হোক সারা বিশ্বের মধ্যে অসাধারণ এক জাতি,এই বিজয় হোক সবার জন্য আশীর্বাদ।