ইচ্ছাশক্তির বিজয়

সুপ্রিয়া রুদ্র

ছোট্ট পরিসরে আমার ছোট্ট বিজয় লিখলাম। জীবনে কোন বিজয় সহজে অর্জন করা যায় না তা আমাদের দেশের ইতিহাস থেকে জেনেছি। আমি যে বিজয় অর্জন করেছি তা সবার কাছে ছোট মনে হলেও আমার কাছে অনেক বড়। মানবিক শাখাই থেকে উচ্চমাধ্যমিক পাশ করে গ্রাজুয়েশন ব্যবসায়ী শাখা ভর্তি হলাম তখন থেকে আমার যুদ্ধ শুরু হলো। মানুষের অনেক কথা শুনতে হয়েছে। কেউ বলে সারা বছর গরু তাড়িয়ে এখন ঘোড়া তাড়ানো যাই, কেউ বলেছে পরীক্ষার সময় ক্লাস থেকে কাঁদতে কাঁদতে বের হবো। সেই আমি কলেজের সবার থেকে বেশি মার্ক নিয়ে পাশ করে মাস্টার্স হিসাব বিজ্ঞানে পাশ করি। চার্টার্ড একাউন্টে পড়া লেখা করি। এমন একদিন হয়েছে ক্লাস করে ফিরতে রাত হয়েছে বাসে করে বাসাই ফিরচ্ছি, এমন সময় পেছনের সিটে বসা ছেলেরা বাজে কথা বলেছে তা তীব্র প্রতিবাদ করেছি। কোন বাধা না মেনে আমি আমার ছোট্ট বিজয় অর্জন করেছি।