কাজই বিজয়।

Goutam Ghosh

আমি যখন আরএমজি শিল্পে কাজ শুরু করি তখন অনেকে নাক উচু ভাব নিয়ে কথা বলতো। কেন আমি এ সেক্টরে কাজ করব। কিন্তু আমি হাল না ছেড়ে মন দিয়ে কাজ শুরু করি। আজ "মেড ইন বাংলাদেশ" একটি ব্র্যান্ড যা এখন বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, আমাদের আরএমজি শিল্পের আকার এবং বিশ্বব্যাপী নাগালের জন্য ধন্যবাদ। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের পোশাকখাতের অর্জনে অভিভূত বিশ্ব - পোশাক রফতানিতে বিশ্বে বাংলাদেশ ২য় - গ্রীন গার্মেন্টেসে বিশ্বে বাংলাদেশ ১ম - বছরে পোশাক রফতানি হচ্ছে ৩ হাজার ৪০০ কোটি ডলার - বর্তমানে পোশাক রফতানি করছে ৯ হাজার ৪৬৪টি কারখানা - ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০টি কারখানার ৩৯টিই বাংলাদেশে অবস্থিত। এখানেই আমার বিজয়, কারণ আমি এই সেক্টরের একজন যোদ্ধা হিসেবে এ বিজয়ের অংশীদার।