লেখক হওয়ার গল্প

AZHAR MAHMUD

সময়টা ২০১৬ সালের। আমি তখন একাদশ শ্রেণীতে পড়ছিলাম। পত্রিকা নিয়মিত পড়তাম। তখন দেখতাম অনেক তরুণরাও পত্রিকায় লিখে। আমারও খুব ইচ্ছে জেগেছে লেখার। মনের ভেতর নানান ধরনের অনুভূতি এবং বলার মতো হাজারও বিষয় সৃষ্টি হয়েছে। কিন্তু কীভাবে লিখবো, কোন মাধ্যমে লেখা পাঠাবো সেসব জানতাম না। প্রযুক্তিগতভাবেও পিছিয়ে ছিলাম। একসময় বুঝলাম ইমেইল করতে হবে। এরপর চট্টগ্রামের দৈনিক আজাদীতে ইমেইল করতে লাগলাম। টানা চল্লিশটা লেখা পাঠিয়েছি আমি। ২০১৬ পেরিয়ে ২০১৭ সাল এসেছে। চল্লিশটা লেখার একটিও প্রকাশিত হয়নি। প্রতিনিয়ত উন্নতি করতে থাকলাম। ২০১৭ সালের ২ জুন প্রথম আমার লেখা ওই দৈনিকে প্রকাশিত হয়। হাতাশ না হয়ে মনোবল না হরিয়ে টানা লেখা পাঠিয়ে সেদিন যদি না লিখে বসে থাকতাম তবে আজ আমি লেখক হতে পারতাম না। আজ আমি বাংলাদেশের প্রায় পত্রিকায় কলাম লিখছি। আমার তিনটি বিই প্রকাশিত হয়েছে। সবকিছুই থেমে যেতো যদি সেদিন আমি থেমে যেতাম।