অনুপ্রেরণা

আনজুমান নিশি

আমি পঞ্চম শ্রেণি পাশ করলাম। এরপর নতুন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পালা। আমার পছন্দ ছিলো স্কুলে পড়া কিন্তু অন্যান্যরা বললো স্কুলে পড়তে খরচ বেশি তাই বাবা মা মাদ্রাসায় ভর্তি করল। আমি ওখানেই পড়তে শুরু করলাম৷ যখন ক্লাস সেভেনে উঠলাম তখন ক্লাসের অধিকাংশ মানুষ স্যারদের কাছে প্রাইভেট পড়তো৷ আমার বাবার আর্থিক সমস্যার কারণে আমি প্রাইভেট পড়তাম না। বরং আমিই ক্লাস ফাইভের তিন জন ছাত্রকে প্রাইভেট পড়াতে শুরু। আমরা চার ভাইবোন তাই বাবা মা'কে কখনো টাকা পয়সার ব্যাপারে চাপ দিতাম না। আস্তে আস্তে আরো বেশি মানুষকে প্রাইভেট পড়ানো শুরু করি। নিজের পড়াশোনাও খুবমতো চালিয়ে যাই৷ এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভ পাই। আলহামদুলিল্লাহ! আমি এ বছর অনার্স শেষ। সম্পূর্ণ নিজের টাকা দিয়ে। মানুষ ইচ্ছে করলে সবই পারে তবে এখানে তাঁর ইচ্ছেটা যদি ভালো হয় তাহলে সাফল্য আসবেই। ইনশাআল্লাহ।