হাছিন আনজুম
বাস নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করা লাগে।আমরা মেয়েদের class থাকে রাএেরবেলা।কিন্তু এ রাএেরবেলায় আমরা মেয়েরা গাড়ি পাই না।গাড়ি পাইলেও তাও উঠতে দিতে চায় না।বাসওয়ালা বলে আমাদের মেয়েদের বাসে উঠাবে না।দাড়িয়ে মেয়েদেরকে উঠাবে না।তাহলে আমরা মেয়েরা কিভাবে রাএেরবেলায় আসা যাওয়া করব।এ প্রতিকুলতা আমরা মেয়েরা প্রতিনিয়ত যুদ্ধ করি।এভাবে যুদ্ধ করে আমরা মেয়েরা চলছি।আবার বাস লক থাকে।