"পরিবারের দায়িত্ব এ অন্য এক বিজয়"

খাইরুল ইসলাম

আমি এইচএসসি পাশ করার ৩-৪ মাস পর আমার আব্বু অনেক অসুস্থ হয়ে যায়। পরিবারে আব্বু আম্মু আর ছোট বোন ছাড়া কেউ ছিলো না পরিবারে পরিবারে সংসারে চালানোর কেউ নাই। আব্বুর ঔষুধ কেনার টাকা গোছাতে অনেক কষ্ট হচ্ছিলো আম্মু অনেক কান্না করছিলো আমার অনেক কষ্ট হচ্ছিলো। তারপর আমি পাঁচ টাকা দিয়ে একটা চাকরির পেপার কিনলাম দেখলাম যে এইচএসসি পাশে চাকরির নিয়োগ আছে।আল্লাহর নাম নিয়ে সেইদিনই এপ্লিকেশন করলাম একটা এনজিও প্রতিষ্ঠান নাম "জাগরণনী চক্র ফাউন্ডেশন" আল্লাহর রহমতে ১৫ দিন পর ভাইবার জন্য ডাক পেলাম। ভাইবা দিয়ে আসলাম তার ৪-৫ দিন পরে এসএমএস পেলাম আমার চাকরি হয়ে গেছে যাবতীয় সার্টিফিকেট নিয়ে আসতে হবে।সার্টিফিকেট নিয়ে চলে গেলাম হেড অফিসে সার্টিফিকেট চেক দিয়ে আমাকে এপার্টমেন্ট লেটার দিয়ে দিলো। এবং ০১/১১/২০ তারিখে জয়েন্ট করতে বলে। আল্লাহর অশেষ রহমতে জয়েন্ট করি। এবং এখনো সংস্হাতে আছি এবং আমার পরিবার নিয়ে অনেক হ্যাপি আছি। অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার জীবনের সুন্দর একটি বড় বিজয়ের ঘটনা। #MrMango ফেসবুক পেজে আমার লাইফের সুন্দর একটা বিজয়ের ঘটনা শেয়ার করতে পেরে আমি অনেক খুশি। ধন্যবাদ প্রাণ মিঃ ম্যাংগো