আত্নবিশ্বাসই বিজয়ের মূলচাবি কাঠি

মোঃ শাকিল সাগর

ছোট বেলা থেকেই দেশের জন্য কিছু করার জন্য ভাবতাম।মুক্তিযুদ্ধের গল্প পড়ে আরো বেশি অনুপ্রানিত হতাম।ভাবতাম তারাতো জীবন দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু আমি কিভাবে কি করবো। যখন বড় হতে শুরু করলাম বিভিন্ন জায়গায় শুনতাম অনেক লোক রক্তের অভাবে মারা যায়।সমাজে নেশাগস্ত ছেলে বেড়ে যাচ্চে তখনই কিছু করার জন্য প্রস্তুতি নেই।বয়স মাএ ১৯ বেশির ভাগ লোক মজা করা শুরু করলো কিন্তু থেমে যায়নি অল্প কিছু ছেলে নিয়ে একটা ক্লাব খুলে।নিয়মিত তাদের খেলাধুলায় আগ্রহি করে তুলে। এই ভাবে কয়েকমাস যাওয়ার লোকের সংখ্যা বেড়ে গেলো।এবার মাথায় নতুন বুদ্ধি এলো সবাইকে নিয়ে একটা ব্লাড ব্যাংক তৈরি করে ফেলে এইটা দেখে আবার কিছু লোক হাসতে শুরু করলো কিন্তু আগের বারের আত্নবিশ্বাস নিয়ে এগিয়ে গেলাম এবং সফল ও হলাম।তারপর ক্লাবের সবাইকে নিয়ে বৈঠক করলাম প্রতিমাসে একটা মাসিক চাদা দিবো সবাই। সবাই রাজিও হলো এই চাঁদার টাকাটা আমরা প্রতিমাসে অসহায়দের জন্য সাহায্য করবো এই শপথ নিয়ে এগিয়ে যাচ্চে আমরা। জানিনা এইটা বিজয়ের মধ্য পড়ে কিনা। কিন্তু সমাজকে মাদক মুক্ত করা,রোগীর পরিবারে দূরচিন্তা দূর করা,অসহায়দের মুখের হাসিই আমার কাছে বিজয়।