সম্ভব ফাউন্ডেশন বাংলাদেশ

Abdullah

বাবুনী হিজড়া তরুণ একজন সংগঠক,দক্ষতার সাথে ১১ বছর ধরে সংগঠন পরিচালনা করে আসছি,সৎ, মেধাবী, কর্মঠ, পরোপকারী,সমাজের তৈরী করা দেয়াল ভেঙে কয়েক ধাপ সামনে অগ্রসর হওয়ার সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। আড়াল থেকে বের করে নিজের এবং যৌন বৈচিত্র্যময় মানুষের সত্তাকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করে যাচ্ছি। রাষ্ট্র, সমাজ, পরিবারের ধ্যান ধারনা চিন্তা চেতনার পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি নিরলস ভাবে। আন্দোলন, সংগ্রাম করে প্রতিষ্ঠা করতে চাই যৌন বৈচিত্র্যময় মানুষের অধিকার। বন্ধ করতে চাই হিজরা জনগোষ্ঠীর ভিক্ষাবিত্তি এরই ধারাবাহিকতায়, হিজরা জনগোষ্ঠীর মাঝে শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি অবিরত। বিপদগ্রস্ত হিজরা বোনদের পাশে দাঁড়াই সামর্থ অনুযায়ী। সুযোগ চাই, ভিক্ষা নয়। করবো এবার বিশ্ব জয়। হিজরা জনগোষ্ঠী এই সমাজেরই মানুষ তাদের বাদ দিয়ে উন্নয়ন কখনোই সম্ভব না। পলিসি ম্যাকারদের সাথে অ্যাডভোকিসি করার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। মানুষ হিসেবে মাদার থেরেসার মতোই নিজেকে বিলিয়ে দিতে চাই।