স্বাধীনতার গান

KANIKA AKTER

আমাদের প্রিয় জন্মভূমি,বাংলাদেশ। তাকে আমরা প্রানের চেয়ে বেশি ভালোবাসি। যখনি কোন শত্রু তাদের নিষ্ঠুর চাহনি নিক্ষেপ করেছে,আমরা তার উচিত জবাব দিয়েছি। উপড়ে নিয়েছি তাদের হিংসাবেষ্টিত চকচকে চোখগুলো। ৭১'এর সেই মরণপণ যুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার গান গেয়েছি,যা তাদের মনে অনেক সাহস সঞ্চার করেছে,যোগিয়েছে অনুপ্রেরণা। সেই রক্ত গরম করা গানগুলো আজও অমর হয়ে আছে, এবং থাকবে ততদিন, বাংলাদেশ থাকবে যতদিন । #জয় বাংলা,বাংলার জয়।