Tamanna Hena
এস এস সি পরীহ্মার পর থেকে শুরু হয় আমাদের কষ্টের জীবন।আব্বুর ডায়বেটিস থাকায় একটু কেটে গেলেও ইনফেকশন হয়ে যেতো।আব্বুর অপারেশন করে পায়ের একটা আংুল কেটে ফেলা হয় এর পর থেকে শুরু হয় আমাদের আর্থিক সমস্যার।আব্বুর ইনকাম বন্ধ হয়ে যায়।শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।আমরা ৩ বোন ১ ভাই আমাদের নিজেদের টিনসেট বাড়ি তাই দাদার কাছ থেকে ৩/৪ টা রুম পায় সেটা দিয়েই আব্বুর চিকিতসা আর সংসার চলে।আমার খুব ইচ্ছা ছিলো পড়ালেখা শেষ অব্দি করবো।কিন্তু আব্বুর এই অবস্থায় খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। শুরু করি টিউশনি,সেখান থেকে নিজের পড়াশোনার খরচ চালাই।এস এস সি -এইচ এসসি পাশ করি।ভার্সিটিতে ভর্তি হবো কিন্থ শুরুতেই ১৮০০০ টাকা লাগবে যা আমার ফ্যামিলির পহ্মে দেয়া সম্ভব ছিলোনা।তখন মা অনেকের কাছেই টাকা চায় কিন্তু পায়না রুম ভারা হাতে গনা ১২-১৫ হাজার আসে যা আমাদের খাওয়াতেই চলে যেতো।সেইসময় আমার ছোট মামা আমাদের হেল্প করে আমাক্র টাকা দেয়।তার পর স্কুলে চাকরি নেই।সকাল ৭ টায় উঠে স্কুলে যাই ১০ টায় শেষ করে ভার্সিটিতে যাই ক্লাস শেষ হয় ২ টায় বাসায় আসা হয়না না খেয়ে ডিরেক্ট স্টুডেন্ট এর বাসায় যাই এভাবে টানা ৮ টা অব্দি না খেয়ে স্টুডেন্ট পড়িয়ে আমি বিএসসি ২য় অব্দি শেষ করি আর পারছিলামনা হাপিয়ে যাচ্ছিলাম কিন্তু হাল ছাড়িনি। না খেয়ে দেয়ে নিজের পড়াশোনা এগিয়ে নিয়েছি।এর পর শুরি হয় বিভিন্ন বাড়তি খরচ প্রোগামিং এর জন্য এই সময় বিয়ের প্রস্তাব আসে ভাবলাম যদি বিয়ে করি আমাকে পড়তে না দিলে কি করবো কিন্তু না আলহামদুলিল্লাহ আমার পথ আরো সুন্দকরতে আমার হাজবেন্ড আমাকে পুরোপুরি সাহায্য করে তার শ্রমের সম্পূর্ণ টাকা সে আমার পড়ালেখায় খরচ করে আর আমাকে সাহস দেয় যার জন্য আমি শেষ অব্দি বিএসসি (কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং) কম্পলিট করতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কষ্টের মুহুর্তে একজন ভালো মানুষকে দিয়ে বিজয়ের মুকুট আনতে সাহায় করেছে আলহামদুলিল্লাহ ❤️❤️❤️আমি পেরেছি আর বংশের বড় মেয়ে আমি কেউ সাহায্যের হাত না বাড়ালেও আল্লাহ সব সময় আমাকে সাহায্য করেছে আমার বাবা মায়ের দোয়া আর হাজবেন্ড এর সাপোর্ট আজ আমি সফল❤️❤️