"পথশিশুদের নিয়ে স্বপ্নের বিজয়"

খায়রুল ইসলাম

"বিজয় তুমি বিশ্ব মানচিত্রে নতুন একটা দেশ— বিজয় তুমি ছিনিয়ে এনেছ সোনার বাংলাদেশ" আসলে আমাদের এ বিজয় আমাদের শক্তি দেয়,অনুপ্রেরণা দেয়। বিজয়ের ৫০ বছরে আমাদের অনেক প্রাপ্তি আছে তেমনি অপ্রাপ্তিও রয়েছে। বিজয় মানেই ধুমধাম উৎসব বা কাগজেপত্রে পালন করা নয়। বিজয় হওয়া উচিৎ গরীব দুঃখী অসহায় মানুষের বৈষম্যর বিজয়। এবার আসি মূল প্রসঙ্গে, আমরা জানি বাংলাদেশে আনুমানিক ১০ লাখ পথশিশু আছে। আমি সেই ১০ম শ্রেনী পড়াকালীন সময় থেকে পথশিশুদের জন্য নিজের সাধ্যের মধ্যে যা পারি করে আসছি। এখন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও বিভিন্ন চাকুরীজীবিদের সমন্বিত প্রচেষ্টায় গড়ে তুলেছি "পথশিশু সেবা ফাউন্ডেশন "। আমাদের নিজেদের মাসিক চাদায় সেই সংগঠন চলে। আমরা জানি এই পথশিশুরা আমাদের দেশের একটা সম্পদ,এদের সঠিক পরিচর্যা করতে পারলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিনত হতে পারে তেমনি পরিচর্যা না করলে মারাত্মক সমস্যার দিকে ধাবিত হতে পারে। আমরা হয়তো শতভাগ ওদের দায়িত্ব নিতে পারছিনা, সাধ্যের মধ্যে খাদ্য বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, দিয়ে যাচ্ছি। বিজয়ের এই ৫০ বছরে ওদের পাশে দাড়াতে পেরে নিজেকে কিছুটা হলেও দায়মুক্ত করতে পারছি। আসুন সবাই এই পথশিশুদের পাশে দাড়াই আমার বিশ্বাস এদেরকে মেধা বিকাশের সুযোগ দিলে ওরাও দেশের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে একদিন গড়ে ওঠবে। সবাই সুস্থ থাকুন। সবাইকে বিজয়ের শুভেচ্ছা।