Ershad Ali
আমার কাছে বিজয় মানে, আমার স্বপ্ন জয়, বলছি আমার বিজয়ের কথাগুলো- ইচ্ছাশক্তিকে বুকে লালন করে আমার জীবনের স্বপ্ন হিসেবে আমার নিজ হাতে গড়ে তুলেছি ছোট পরিসরের একটি শিশু স্কুল, নাম তার ফুলকুঁড়ি বিদ্যানিকেতন,মুশুদ্দি,ধনবাড়ী,টাংগাইল।২০১৬ সালে গড়া শুরু আমার এই বিদ্যালয় কাজ, শ্রেণী প্লে হতে ৮ম।আমার বিদ্যালয়ের প্রধান কাজ হলো নাম মাত্র বেতনে গরিব শিশুদের শিক্ষা দান করা।উক্ত বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা আমি সহ ১১ জন।ছাত্রছাত্রী সংখ্যা বর্তমানে ৩৩১ জন। বিদ্যালয়টি আমরা ৫ জন বন্ধু মিলে গড়ে তুলেছি। আমাদের গ্রামের ২ কিলোমিটারের মধ্য কোন স্কুল না থাকায় আমরা নিজ অর্থায়নে স্কুলটি নির্মাণ করেছি। প্রাথমিক ভাবে তিনটি ঘর টিন দিয়ে তৈরি করি, গত বছর দুটি ঘরের কাজ পাকা করার জন্য শুরু করেছি,একটির কাজ শেষ,আরেক টার কাজ চলতেছে। স্কুলের বাচ্চাদের জন্য তৈরি করে দিয়েছি একটি টয়লেট, টিচারদের বসার জন্য করেছি একটি ছোট রুম। শিশুদের অভিভাবক বসার জন্য করেছি আরেকটি বিশেষ রুম। আশা করি সবার দোয়া থাকলে বাকী কাজ ধিরে ধিরে শেষ করতে পারবো। ব্যক্তিগত ভাবে আমার এই কাজের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।আমি ব্যক্তিগতভাবে কলেজ জীবন থেকে স্বপ্ন দেখতাম আমার গ্রামে একটি স্কুল করবো, আপনাদের সবার দোয়ায় আজ আমি সফল।অনেকের জীবনে অনেক স্বপ্ন থাকে থাকে জীবনের চলার ইচ্ছা, যেমন ফটোগ্রাফার, ডাক্তার, নাট্যকার হওয়ার, আমার জীবনের সেরা ইচ্ছা ছিল স্কুল করা ও শিক্ষক হওয়ার, আল্লাহপাক আমার সেই ইচ্ছা পূরণ করেছে, যা আমার জীবনের সেরা গল্প, আমার বিজয়। পরিশেষে বলবো সবার জীবনের গল্প ও ইচ্ছাগুলো হোক সমাজ উন্নয়নের সেবার ধারায়, ইন্টারনেট ও স্মার্টফোনের এই অতি ডিজিটাল যুগে চলুন সবাই এগিয়ে আসি সমাজকে গড়ার ও যুব সমাজকে মাদক মুক্ত রাখার গর্বিত কাজে। ধন্যবাদ♥