piom
আমার নাম পিয়ম। তখন বয়স মাত্র ৬ বছর। বাবা একদিন খুব সকালে ডাক দিয়ে বললেন পিয়ম স্কুল ড্রেস পরে নে এক জায়গায় যেযেতে হবে। তখন শীতের সকাল। বাইরে খুব টান্ডা ও পরছিল। আমি বললাম, বাবা এতো সকাল কই যাবো? বাবা বল্লেন, তারাতারি কাপড় পরে নে,, দেখতেই তো পাবি কোথায় যাব? নে রেডি হয়ে নে। তারপর আর কি কাপড় পরলাম। তারপর বাবা আমার হাত ধরে নিয়ে চলতে শুরু করলেন। আমি রাস্তায় বাবা কে বার বার বলতে লাগলাম যে আমারা কোথায় যাচ্ছি? তো বাবা বললেন কথা না বলে চুপ করে শুধু হাটতে থাক। এখন আর কছু বলতে না পেরে হাটতে থাকলাম। কিন্তু বাবার হাতে একটা ফুলের তোরা ছিলো, আমি বললাম, অইটা দিয়ে কি করবা? বাবা আবার বললেন,, এতএতো কথা না বলে হাট না বাবা। একটু পর সব দেখবি। তারপর বাবা আমাদের স্কুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, নিয়ে গেলেন। তখন দেখতে পেলাম শহিদমিনারে অনেক মানুষ ফুল দিয়ে আসছে। তখন বললাম আজ কি বাবা বললেন আজ ১৬ই ডিসেম্বর। আজ বিজয় দিবস। আজকেরএই দিনে বাংলাদেশ মুক্তি পেয়েছে। তখন বুঝতে পারলাম। আর সেই জায়গায় খুব আনন্দ লাগছিল।আমি জুতো খুলে শহীদমিনারে ফুল দিয়ে আসলাম। পুরো দিনটি বাবার সাথে ঘুরলাম।আনন্দ করলাম।