Likhon Ahammed
আমি প্রতিবার ক্লাসে চার হয়, একারণে আমার বাবা –মা বলে ভালো করে পড়া লেখা কর। তাহলে বড় হয়ে কিছু করতে পারবে তাদের দোয়ায় আমি এইবার দুই কমিয়ে দুই হয়েছি। আমি আশা করি সামনের পরীক্ষায় এর থেকে ভালো ফলাফল দিবো ইনশাল্লাহ। আমি আমার মা –বাবা মুখে হাসি ফুটিয়েছি। তাদের খুশিতে আমিও খুশি হয়েছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় বিজয়।