ধ্যর্য সবসময়ই ভালো ফল দেয়

আলিজা হোসেন

যখন আপনি মেয়ে তখন আপনার চলার, ও আগে এগিয়ে যাওয়ার মধ্যে থাকবে অনেক বাঁধা ও বিপত্তি। আমি সব সময় নিজের পায়ে দাড়াতে চেয়েছি, আর সে জন্য পারি দিতে হয়েছে অনেকটা পথ।নিজের আপনজন গুলোও তখন পর হয়ে গিয়েছে। এত সব কিছু পাড়ি দিয়ে অবশেষে আমি আমার লক্ষ্যে ঠিক পৌছেছি। আর সেটাই ছিল আমার বিজয়