Yeahya Al Amin
➤ আহ! যদি প্রত্যেক বাঙালির অনুভূতি এমনই হতো। লাল-সবুজের পতাকা আজ শুধুই কেন লাল, সবুজ ঘাসে রক্ত কেন কোন শকুনের চাল? আমার দেশের মানচিত্রে কে দিয়েছে হাত, লোলুপ চোখে তাকায় কে রে কোন হায়েনার জাত? স্বাধীনতা এনেছি সেদিন লড়ে নয়টি মাস, কোন সাহসে সোনার দেশে রক্ত চোখে চাস? মারতে জানি মরতে জানি আমরা বীরের দল, জীবন দিয়ে রাখবো মোরা স্বাধীনতার ফল। দীর্ঘ ৯-মাস যুদ্ধের পরে আমরা পেয়েছি স্বাধীনতা। এখন যদি কেউ আমাদের সেই-স্বাধীনতা হরণ করতে চায়। তাহলে সে স্বাধীনতা রক্ষার জন্য "মুজিব" সর্বপ্রথম তার প্রাণ দেবে। ➤ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান_____