চা-কন্যা ও প্রেম মানবীর গল্প

জেনারুল ইসলাম

চা-কন্যা ও প্রেম মানবীর গল্প - তামান্না আক্তার শহুরে ছোঁয়া লাগে নি যে সবুজ হাতে,সে হাতে টানতে হয় চায়ের কুড়ি। বলছিলাম চা-বাগানী শ্যামলীর কথা। শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকের মেয়ে শ্যামলী। জন্ম থেকে জ্বলে আসা এক সংগ্রামী মানবী। স্কুলের বাল্যশিক্ষা কিংবা যৌবনের বয়ঃসন্ধিকাল শিক্ষা কোনটাই পায় নি শ্যামলী যার কারণে ভোগে রোগে শোকে। জীবনের স্বাদ নিতে না পারা এসব মানুষের দুঃখে ব্যথিত এক কোমল হৃদয় তমালিকা। বাগানে বসবাসরত নারী,শিশুদের জন্য তাঁর মন কাঁদে। তাদের দুঃখে ছুটে যান সবার আগে। নারীস্বাস্থ্য ও শিক্ষা দিতে টিলায়-টিলায় তার পদচারণ। তমালিকা এক প্রেমময় মানবীয় নাম। পাহাড়ি নারীর শিক্ষা,স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা তার ব্রত। তাঁর এ পথটা সুদীর্ঘ এবং কাঁটাযুক্ত। নানান সমালোচনা,বাধা বিপত্তি পাড় হয়ে সে আজ অসহায়,দুস্থ নারী ও শিশুদের অভিভাবক। শ্যামলীর মতো হাজারো মেয়ের বিশ্বস্ত বন্ধু। তাঁর এ বিজয় এক নারীর বিজয়। তাঁর এ বিজয় নারীদের বিজয়। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে তমালিকার মতো নারীদের প্রতি শ্রদ্ধা। জয় হোক নারীর। লেখিকা তামান্না আক্তার