মেহেদী হাসান জয়
কাল সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে দেশ স্বাধীন হতে চলেছে। পাগলা কাশেম শহরের অলিগলিতে বেশ কয়েকবার চক্কর দিয়ে ঘুরে আসলো। আসলেই তো সব মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঐ তো মুক্তিবাহিনীর কমান্ডার আশরাফ এর বাবা আনোয়ার হোসেনের হাতে পতাকা নিয়ে একদল জয় বাংলা স্লোগান দিতে দিতে আসছে। আশরাফ কে পাকিস্তানি মিলিটারি ধরে নিয়ে গিয়েছিল আগস্ট মাসে তারপর থেকে সে নিখোঁজ। সবাই ধরে নিয়েছে তাকে ওরা হত্যা করে ফেলেছে। ছেলেহারা বৃদ্ধ বাবা আজ দেশ স্বাধীনের আনন্দে আনন্দিত এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে তার গাল বেয়ে ঝরা পানির মাধ্যমে। কাশেম পাগলা দৌড় দিয়ে শহরের প্রধান রাস্তায় দাঁড়ালো , রাস্তায় বড় লম্বা লাইন সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। কাশেম ঠোঁট মিলিয়ে বললো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলার আকাশে আজ কত আয়োজন। আজ বাঁধাহীন হয়ে উড়ছে লাল সবুজের মানচিত্র খচিত পতাকা। এই বুঝি বিজয়ের আনন্দ, পাগলা কাশেম ভাবতে থাকে । -কিরে কাশেম চল মিছিলে। - আইচ্ছা চল। লাল সবুজের পতাকা হাতে পাগলা কাশেম জয় বাংলা স্লোগান দিচ্ছে, সে খুশি খুব খুশি দিনটি যে বিজয়ের।