বাংলাদেশ

Zahid Hossain

বাংলাদেশ! পাঁচ অক্ষরে একটি দেশের নাম। অথচ এই পাঁচ অক্ষর একত্রে প্রতিষ্ঠা করতে দিতে হয়েছে ৩০ লাখ প্রাণ। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফসল আজকের এই বাংলাদেশ। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। মুখে মুখে শুনে বা বই পড়ে যতটুকু জানি। কিন্তু আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পরও নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের অনেকের মধ্যে দেশের স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে জানাশোনা তলানিতে। আমাদের নবীন প্রজন্মের অনেকেই জানে না আমাদের বাংলা সংস্কৃতি। সঠিক তত্ত্বাবধানের অভাবেই তারা বড় হচ্ছে বিজাতীয় সংস্কৃতিতে। দোষ পুরোপুরি ঠিক তাদের, তা বলা যাবে না। আমাদের শিক্ষাব্যবস্থা, সামাজিক মূল্যবোধ গড়ে তোলার প্রথম পাঠশালা পরিবারের দায়িত্বও কম নয়। তরুণদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করার কথা বলা হয়। বিপরীতে উদ্যোগ আছে কতটুকু? পাঠের অভ্যাস কমেছে। জানার আগ্রহ কমেছে। এর কারণ খুঁজে বের করতে হবে। মা-বাবার মুখে শুনেছি, তাদের অবসর কাটত বই পড়ে কিংবা খেলাধুলা করে। আর এখন খেলার মাঠ কোথায়? বই নেই, হাতে আছে স্মার্টফোন। পুরোপুরি যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে পড়া তরুণ প্রজন্মকে নিয়ে ভাবনার সুযোগ আছে আরো। তরুণ প্রজন্মই নেতৃত্ব দেবে ভবিষ্যতের বাংলাদেশকে। তাই তাদের গড়ে তুলতে হবে প্রকৃত আদর্শে। যে আদর্শের তাড়নায় তারা সৎ হবে। থাকবে সব বিনাশের ঊর্ধ্বে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ যাদের স্পর্শ করবে না। দেশপ্রেমে থাকবে অটল।