আমার বিজয়

মাহীর ফয়সাল

আমি মাহীর ফয়সাল। বাংলাদেশের অন্যতম একটি স্পেস কমিউনিটি মহাকাশ বিজ্ঞানের ফাউন্ডার এবং সিইও। আমি সর্বপ্রথম ২০২০ সালে যখন কাজ শুরু করি, তখন আমাকে সহায়তা করার মতো তেমন কেউ ছিল না৷ অনেকটা বলতে গেলেই একাই কাজ শুরু করি৷ একদম নতুন হওয়ায় তেমন কিছু পারতাম না৷ যতটুকু নিজের জ্ঞান ছিল, ততোটুকুই সবাইকে জানানোর চেস্টা করি৷ একপর্যায়ে আমি অনুধাবণ করতে পারি, আমার এই স্বল্প জ্ঞানের ভাণ্ডার নিয়ে আমি কাজ চালিয়ে যেতে পারবো না। তখন যেহেতু কোভিড ১৯ এর কারণে আমার স্কুল বন্ধ ছিল, একারণে আমার হাতে ছিল অফুরন্ত সময়! একারণে, আমি উইকিপিডিয়া এবং ইউটিউবে রিসার্চ করা শুরু করি। অনেক তথ্য একত্রে করে প্রথমদিকে একটা পিডিএফ বইও বের করেছিলাম! আশ্চর্য হলেও সত্যিই! তখন মাত্র ৪ হাজার সদস্যের গ্রুপ হলেও খুব ভালো সাড়া পেয়েছিলাম! অনেক ভারতীয় এবং প্রবাসী বাংলাদেশীরাও বইটি নেয়া শুরু করে! এটি আমাকে খুব অনুপ্রাণিত করে! এরপর আমি পুরোদোমে কাজ শুরু করি! এসময় আমার সাথে অনেকে কাজ শুরু করে। গ্রুপ শুরু করার ২ মাস পর নভেম্বর মাসে আমি পেজ চালু করি। জানুয়ারি থেকেই ফেইসবুক পেজের উপর বেশি নজর দেয়া শুরু করি৷ নিয়মিত পোস্ট করার জন্যে দায়িত্ব ভাগ করে নেই। কিন্তু, এই সময়ে গ্রুপের এবং পেজের রিচ ধীরে ধীরে কমতে থাকে। একারণে আমি অনেক বিব্রতবোধ করা শুরু করি। ভেবেছিলাম কাজ ছেড়ে দিবো! কিন্তু, এতো কস্টের ফসল নস্ট হতে দিতে চাচ্ছিলাম না! একারণে, চালিয়ে যাওয়ার চেস্টা করলাম। কিছুদিন পরেই আবার পেজের রিচ এবং লাইক ঝড়ের গতিতে বাড়া শুরু করলো! ২ মাসের মধ্যে পেজের লাইক ৬০০ এবং পরবর্তী ৩ মাসে ১১০০ ছাড়িয়ে গেলো। রিচও প্রচুর পরিমাণে বাড়লো। আমরা অসংখ্য ইভেন্ট করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য নিড়ানি বুকশপ নিবেদিত মেগা ম্যাথ অলিম্পিয়াড এবং রকমারি নিবেদিত ন্যাশনাল ফিজিক্স কার্নিভাল! এখন আমরা একটি শক্ত-পক্ত অবস্থানে রয়েছি। বর্তমানে আমাদের সাথে ১৭০০০+ বিজ্ঞানপীপাসু যুক্ত রয়েছে। ছোট্ট একটি গ্রুপ থেকে বাংলাদেশের সর্ববৃহৎ স্পেস কমিউনিটি হওয়া আমার জীবনের বড় একটি বিজয়!