মোঃ সামিউল আলম রাতুল
জীবন একটা সংগ্রামের নাম। যে সংগ্রাম করে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিল বিজয়, করেছিল দেশ স্বাধীন সেই বীর যোদ্ধারা আমার অনুপ্রেরণা। দেশ স্বাধীন হয়েছে কিন্তু এদেশের চার কোটি মানুষ প্রতিদিন তাদের পেটের সাথে সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশে প্রতি চারজনে একজন ক্ষুধার্ত, তারা প্রতিদিন খাবারের জন্য যুদ্ধ করে যাচ্ছে। হয়তো এত বিপুল সংখ্যক মানুষকে খাবার দিয়ে সাহায্য করার ক্ষমতা আমার নেই কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি, আর এই চেষ্টায় আমি যতটুকু সফল হয় ততটুকুই আমার বিজয়। এই সামান্য বিজয়টুকু পেতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়, সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে সংগ্রাম করতে হয় সেটি হচ্ছে 'টাকা'। আমি মনে করি,ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা এই যুদ্ধে আমি হারবো না কারণ, আমি হার না মানা বীর মুক্তিযোদ্ধার নাতি(যদিও নানাজান আজ বেঁচে নেয়), আমার দেশ হার না মানা বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ।