Md Habibul basher

মোঃ হাবিবুল বাশার

১৬ ডিসেম্বর ১৯৭১। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামের নতুন একটি রাষ্ট্র। সারে সাত কোটি মানুষের স্বপ্নের দেশ, বাংলাদেশ। তবে বিজয়ের এই পথটা সহজ ছিলো না। ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। এই মানচিত্র অর্জনের পথে রচিত হয়েছে বীরত্বের অসংখ্য গল্পগাঁথা। এই গল্পগুলো রচিত হয়েছিলো আমাদের আশেপাশেই। যে পথ দিয়ে আমরা প্রতিদিন হেঁটে যাই কিংবা যে চায়ের দোকনটাতে বসে আমাদের নিয়মিত আড্ডা। সেসব স্থানেই ১৯৭১ সালের সেই উত্তাল দিনগুলোতে বীর মুক্তিযোদ্ধারা করেছিলো দুর্ধর্ষ সব অপারেশন। এইগুলা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।।।।।।।।