সাখাওয়াত হোসেন
দিনটি ছিল ১৬ ডিসেম্বর ২০১০। আমাদের স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠানে যাইতে ছিলাম। অনেক ফুরফুরে মন নিয়ে যাচ্ছিলাম। কিছু পথ হাটার পর নদী। নদীর কাছে যেতেই হালকা গোঙরানোর শব্দ শুনতে পাই। শব্দ টা আসছিল পাশের এক কুড়ে ঘর থেকে। ভিতরে দেখি এক বৃদ্ধ বিছানায় শুয়ে। প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছিল। সেবা করার কেউ নাই। সন্তান রা বাবাকে ফেলে চলে গেছে। তখন আরেক টা মানুষের সাহায্যে তাকে ধরে নদী পাড় করলাম। এরপর হাসপাতালে ডাক্তার দেখালাম। আমার কাছে যে সামান্য টাকা ছিল তা দিয়ে কিছু ঔষধ ও খাবার কিনে দিলাম। লোকটিকে বাড়িতে পৌছেদিলাম। ঐ দিন আর অনুষ্ঠানে যাওয়া হল না। পর দিন খোঁজ নিয়ে জানতে পারি লোকটা অনেক টাই সুস্থ। তার ঠোঁটে মিষ্টি হাসি। এই হাসিটাকে আমার মনে হয়েছে বিজয়ের দিনে নতুন আরেকটি বিজয়।