আমাদের ভাবনা

রাহিমা আক্তার

মা, মাতৃভাষা ও মাতৃভূমি—এ তিনটি জিনিস মানুষের কাছে মহা মূল্যবান। মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ধর্মপ্রাণ মানুষের স্বাভাবিক ও সহজাত প্রবৃত্তি। লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের এই বাংলাদেশ। রক্ত দিয়ে লেখা এই নামটি অর্জনের জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছিল তরুণরা। স্বাধীনতার ৫০ বছর পরও তারাই আমাদের বর্তমান প্রজন্মের তরুণদের তারুণ্যের উৎস। আজকের তরুণ হিসেবে আমি স্বাধীনতার জন্য আমার পূর্বপুরুষের লড়াই দেখিনি; কিন্তু অনুভবে বাঁধতে পেরেছি তাদের। আর তাইতো লাল সবুজের পতাকায় ফসলের মাঠে কৃষকের হাসিতে অনুভব করি বিজয় উল্লাস। বিজয় আজও আমার কাছে তরুণই রয়ে গেছে।স্বাধীনতা অর্জন হলেও সর্বস্তরের মানুষের মুক্তি আজও অর্জিত হয়নি। আজকের তরুণরা যদি সেই পিছিয়ে পড়া সমাজের জন্য লড়াই করে, প্রাকৃতিক দুর্যোগে হতাহত মানুষের পাশে দাঁড়াতে পারে, দেশ থেকে বাল্যবিয়ে ও যৌতুকের মতো ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি মেয়েকে নবজীবন দান করতে পারে, অনাহারীর মুখে খাবার তুলে দিতে এবং সর্বোপরি নিজের রাজনৈতিক চেতনার সুষ্ঠু বিকাশ ঘটাতে পারে, তাহলেই আসবে আমাদের বিজয়ের সাফল্য। তখনই মানুষ উপভোগ করবে স্বাধীনতার প্রকৃত স্বাদ। আমাদের বিজয় সেদিনই সফল হবে, যেদিন বর্তমান প্রজন্মের তরুণদের অবদানে বাংলার ১৬ কোটি মানুষের মুখ থাকবে হাস্যোজ্বল, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অনাহারী, থাকবে না অশিক্ষা। পৃথিবীর মানচিত্রে লাল সবুজের বাংলাদেশ হবে নবজাগরণে উদ্দীপ্ত বাংলাদেশ।