সম্ভাবনার বাংলাদেশ

Md. Anarul Islam Rana

বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু থামেনি আমাদের জীবন যাত্রার যুদ্ধ। জীবনের সাথে লড়তে লড়তে আমরা হাঁপিয়ে উঠেছি। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারী উন্নয়ন, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। তবে দেশের প্রতিটি ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। ধান, ফল, মাছ উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা গঠন করেছি “আলোর মিছিল" নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। এটি রংপুর জেলার বদরগঞ্জ থানায় অবস্থিত। আমি এর সদস্য। করোনা মহামারী সময়ে মানুষ যখন দিশেহারা তখন ‘আলোর মিছিল' এর সদস্যরা মানুষকে সাহস যুগিয়েছে। সঠিক পরামর্শ দিয়েছে। বিভিন্ন ত্রাণ-সামগ্রী নিয়ে মানুষের দ্বারেদ্বারে ঘুরে বেরিয়েছে। জনসচেতনতা তৈরী করেছে। বিনামূল্যে বদরগঞ্জে জনসাধারণের টিকা নিবন্ধনের কাজ করে যাচ্ছে। এতে আমারা সফল হয়েছি। করোনার ভয়, জয় করতে পেরেছি। যা অত্যন্ত আনন্দের। আমরা মূলত, ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষামূলক দিক-নির্দেশনা প্রদান, বাল্যবিবাহ ও মাদকবিরোধী প্রচারণা, এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সামাজিক সচেতনতা ও জনমত সৃষ্টি, শিক্ষার্থীদের মেধা বিকাশে ‘স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা', বৃক্ষরোপণ, রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। আলোর মিছিলের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এর সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিজয়ের ৫০ বছর পেরিয়ে এসে আমরা বিশ্বসভায় অন্য এক মর্যাদাপূর্ণ বাংলাদেশ দেখার অপেক্ষায়। মোঃ আনারুল ইসলাম রানা বদরগঞ্জ (৫৪৩০), রংপুর। 01746514202 01580347063