ভালোবাসার বিজয়

মমোমাদ হোসেন

মানুষের ভালোবাসার শক্তি কাছে পৃথির সব কিছু তুচ্ছ। গত ২৮ শে নভেম্বর স্হানিয় ইউপি নির্বাচনেই প্রমান হয়েছে।আমাদের বিজয় সেদিন হয়েছিল যেদের এলাকার জনগন তাদের নিজের উদ্দ্যগেই নির্বাচনি আলোচনায় সিদ্ধান্ত নেন যে সিরাজুল ইসলাম কে আবার নিজেদের উদ্দ্যগেই মেম্বার পদে নির্বাচিত করবে।আমাদের বিজয় সেদিন হয়ে ছিল।যেদিন বৃদ্ধ মহিলা টি বলেছিলেন আমি নামাজ পড়ে রোজ আমার বাবার জন্য দোয়া করি আল্লাহ আমার বাবাকে সম্মান দেবেন।আমাদের বিজয় সেদিন হয়েছিল যেদিন ভোট চাইতে গেলে বৃদ্ধ চাচা মুচকি হেসে বলে ছিলেন এবার কিন্তু গরু জবাই করে খাওয়াতে হবে।আমাদের বিজয় সেদিন হয়েছিল।যখন প্রতিপক্ষ এক প্রর্থীকের জনগন বলেছিল আপনার সাথে কেউ নেউ অযথা ভোটে না দারিয়ে জমার টাকাটা উঠালেইতো হয়।আমাদের বিজয় সেদিন হয়েছিল যেদিন এক শক্ত সুদোরু প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধ অপপ্রচার চালালে তাদের ঐ এলাকার লোকজনরা হেনস্তা করে।আমাদের বিজয় সেদিন হয়েছিল যেদিন তাদের ছোট ভাই সুদের টাকার জন্য নিবাচনের মাঝেই অসহায়কে থাপ্পর মেরেছিল। বিজয় সেদিন হয়েছিল যখন আমাদের জনসমাগমে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেছিল।বিনিময়ে তাদেরকে দশটা টাকাও দিতে হয়নি। বরং তাদের টাকায় প্রর্থী নির্বাচন করছে।বিজয়টা সেদিন হয়েছিল যেদিন কোটি টাকার ব্যাবসা থাকা সত্বও দুটি কিটনাশক কম্পানির এমডি হওয়ার পরেও সামান্য এক ওয়ার্ড মেম্বারের পক্ষে ভোট চেয়ে যান।আপনার এক ভাইকে শত পাহারার পরেও আটকে রাখতে পারেন নি ছুটে এসেছে বন্ধুত্বর টানে।কেন এত কিছু কেন এই আয়োজন,কিছুই না। শুধু মানুষের নিস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ। যা আপনার অসৎ সুদের টাকার কাছে বিক্রি হয়নি।বিনিময়ে তাদের কে কি দিয়েছি। শুনবেন না গত ২০১৭ সালের উপনির্বাচনে তারাইতো যোগ্য ভেবে নির্বাচনে দার করিয়ে নির্বাচিত করেছিল। আমরা শুধু ৩ টি বছর সঠিক ভাবে কাজ করছি।তাদের আধিকার তাদের দিয়েছি।তাইতো তারা অস্ত্রুসিক্ত চোখে বুকে টেনে নিয়েছিল।আর কি চাই যার কাছে জনগনের ভালোবাসা আছে তার জিবনতো ধণ্য।আপনার শক্তি লক্ষ লক্ষ টাকা আর আমাদের শক্তি কিছু মানুষের র্নিঘুম মানুষের র্নিঘুম পরিকল্পনা ও জনগনের ভালোবাসা।যে ভালোবাসা ২০১৭ সালে উপনির্বাচনে ও গত২৮ মে নভেম্বরের নির্বাচনে ৩৮২ ভোটে বিজয় এনে দেয়।আর আপনি গত ৪ টি নির্বাচনেও করতে পারেন নি।যে ভালোবাসার শক্তি আমাকে এটি লিখতে অনুপ্রেরনা যুগিয়েছে।আর বিজয় অন্য কিছুর নয় এটি জনগনের নিস্বাঃর্থ ভালোবাসার বিজয়।যা আপনার শত ষড়যন্ত্র ও থামাতে পারেনি। আর কোন দিন পারবেও না।