সানন্দ সিংহ রায়
একদিন আমার ভাই আমার কাছে ১৯৭১ সালের বিজয়ের গল্প শুনতে চাইলো আমি বিজয়ের গল্পটি তাকে শুনিয়েছিলাম।এখন আমি আপনাদেরকে শোনাবো সেই গল্পটি যেটা হলো- আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের কাঙ্খিত বিজয় অর্জন করেছিলাম।এই বিজয় অর্জন এর আনন্দমধুর স্রোতে অবগাহন করার জন্য ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে।এই সংগ্রাম এ প্রাণ হারিয়েছে অনেক মায়ের সন্তানেরা।হারিয়েছি আমাদের কত বোনদেরকেও।পথে ঘাটে হানাদার বাহিনী এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে প্রায় লক্ষাধিক মানুষকে। তারপরও আমারা দমে যায়নি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে কঠোর আন্দোলনের সামিল হয়েছি।এই বিজয় অর্জন এর পথপ্রদর্শক হিসেবে আমরা সবসময় যে নামটি স্মরণ করবো সেটা হলো-মোদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তার ১৯৭১ সালের ৭ ই মার্চ এর দেওয়া বজ্রকণ্ঠের ভাষনই ছিলো স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ার জন্য এক ঘোষণা।যার পরিপ্রেক্ষিতে বাঙালি এক্যবদ্ধ হয়ে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেন।বহু ত্যাগ তিতিক্ষার, আর্তনাদ এর সাক্ষী হওয়ার পর আমরা আমাদের সার্বভৌম রাষ্ট্র ও স্বাধীনতা লাভ করেছি।আমরা আমাদের ঐক্যবদ্ধতা ও জাতীয়তাবাদের দৃষ্টান্ত গড়ে তুলেছিলাম বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি।বিজয়ের ৫০ বছরে আমরা পদার্পণ করেছি।এই ৫০ বছরেও আমাদের মধ্যে সেই একই ঐক্যবদ্ধতা ও জাতীয়তাবাদ এর দিকটি কাছ করছে।আমরা সকলে প্রতি মূহুর্তে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবো।আমরা সকলে একজোট হয়ে অঙ্গীকারবদ্ধ হবো যেন, আমরা বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারি এবং বাংলাদেশের সম্মান যাতে সবসময় অক্ষুণ্ণ রাখতে পারি। সকলে ৫০ তম বিজয় দিবসের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।