লামিয়া
আমার ছোট্ট বোন মারিয়া । তার বয়স যখন সবে মাত্র ৯ বছর তখন এক দিন স্কুল থেকে ফিরে আমায় খুব খুঁজতে লাগলো । মা আপু কই ,আপু কই বলে মাকে জ্বালাতে লাগলো । আমি তখন কলেজে ছিলাম । কলেজ থেকে ফিরতেই মারিয়া দৌড়ে আমার কাছে এলো। আমাকে বলল,আপু তোমার সাথে কথা আছে । আমি প্রথমে একটু অবাক হলাম ! পরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমাকে বলো ? মারিয়া প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলো আপু আমরা কি স্বাধীন? আমি বললাম ,হ্যাঁ,কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেনো বোন । ও বললো দাঁড়াও আরও আছে বিজয় মানে কি ? আমি বললাম বলতে পারি তবে আগে বলো এই সব প্রশ্ন কই পেলে ? বোন বললো কাল নাকি বিজয় দিবস,আর এই জন্য স্কুলে নাকি অনুষ্ঠান হবে । বিজয় মানে গান,কবিতা,নাচ হবে আমরা বিজয়ী হবো আর পুরস্কার পাবো ? আমি স্কুলে এক বড় আপুকে জিজ্ঞাসা করলাম সে বললো বিজয় মানে স্বাধীনতা । এখন তুমি বলো না বিজয় কি? আমি একটু চুপ থেকে বললাম_ বিজয় মানে জয়ী হওয়া,বিজয় মানে পুরস্কার,বিজয় মানে স্বাধীনতা সব ঠিক । তবে বিজয় সম্পর্কে অনেকেরই সঠিক ধারনা নেই ,আমারও তেমন ভালো ধারনা নেই যেটুকু বুঝি তা থেকে বলছি_আমাদের দেশের নাম আগে বাংলাদেশে ছিলো না এটি ছিলো পাকিস্তান আর সেই পাকিস্তান দুই ভাগে বিভক্ত ছিল যাকে বলা হতো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান । আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের আর পশ্চিম পাকিস্তানিরা আমাদের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে ওদের দেশে বড় বড় কল কারখানা গড়ে তুলতো । আমাদের অবহেলা করতো । এটা পুর্ব পাকিস্তান মানে আমাদের দেশের জনগণ মেনে নিতে চায়নি ,তাই তারা আন্দোলন করেছিলো । তারা নির্বাচনে জয়ী হলেও পশ্চিম পাকিস্তান আমাদের সাথে ছলনা করে আমাদের জয়ী হতে দেয়না । পূর্ব পাকিস্তান মানে আমাদের দেশের জনগণ এটা কোন ভাবেই মেনে নিতে পারে না তাই তারা তাদের দাবি পূরনে আন্দোলন করে এবং নয় মাস যুদ্ধ করে বিজয় লাভ করে । ছোট বোন বললো,ও আচ্ছা এবার বুঝতে পেরেছি আমরা সবাই একই দেশে ছিলাম কিন্তু ওরা আমাদের সম্পদ কেডে নিতো ,আমাদের দাবি মানতো না ,আমাদের দাস বানিয়ে রেখেছিল । আর তাই আমাদের দেশের জনগণ এর প্রতিবাদ করে ওএর থেকে স্বাধীন হয় এবং বিজয় লাভ করে । তাই এই ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ।