অপরাজিতা

Afrin Sajia

নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি, একভাই একবোন সেই সুবাদে বাবা- মা খাওয়ার কষ্ট কখনও বুঝতে দেয়নি। কিন্তু স্কুলের বেতন পরিশোধ করতে হয়েছিল ঘরের ফ্যান বিক্রি করে। ছাত্রী ভালো ছিলাম তাই মা সবসময় উৎসাহ দিতেন যত কষ্টই আসুক লেখাপড়া চালিয়ে যাওয়ার। নবম শ্রেণিতে যখন পড়ি তখন বাবা বিয়ে দেয়ার জন্য ওঠেপরে লাগে কিন্তু মায়ের কারণে বাবা আমাকে আর বিয়ে দিতে পারেননি। কোনো শিক্ষক ছাড়াই পাস করলাম SSC,HSC।যখন কোনো পড়া বুঝতাম না তখন আমার মা পাশের বাসার মামাকে ডেকে এনে বিনয়ের সাথে বলতেন,আমাকে বুঝিয়ে দিতে,ভালো ছাত্রী তাই সবাই সাহায্য করতো। HSC পর একটা কিন্ডারগার্টেন স্কুলে জয়েন্ট করি।অনার্স,মাস্টার্স করি নিজের টিউশনির টাকা দিয়ে, তা থেকে ছোট ভায়ের কোচিং এর টাকাও দিতাম। মা শুধু বলতেন একটা সরকারি চাকরি করতে হবে সেই লক্ষ্য নিয়ে জীবনে পথ চলা। আল্লাহর রহমতে পড়ালেখা শেষ হওয়ার সাথে সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি হয়ে যায়। নিজের জীবনের এই সংগ্রাম আপনাদের কাছে শেয়ার করে খুব ভালো লাগলো।আমি আমার ছাত্র - ছাত্রীদের সবসময় বলি যত বিপদই আসুক তারা যেন লেখাপড়া না ছাড়ে এবং আল্লাহর নাম নিয়ে দৃঢ় মনবল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়,হাল না ছাড়ে। যে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করে।