M.M.Yeasin Arafath
আজ থেকে ১৫-১৭ বছর আগের কথা বলছি।তখন আমি অষ্টম কিংবা নবম শ্রেণীতে পড়ি গ্রাম অঞ্চলের শীতকালে সাধারণত ব্যাপক চুরি প্রবণতা লক্ষ্য করা যায়, ঠিক সালটা মনে নাই ওই বছর হঠাৎ করে চুরি প্রবণতা ব্যাপক আকার ধারণ করলে প্রায় প্রতিটি বাড়িতে গরু ছাগল চুরি হতে থাকলে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। আর বিশেষ করে আমাদের গ্রাম ঢাকা-খুলনা মহাসড়কের কোলঘেঁষে হওয়ায় দূরদূরান্ত থেকে বিভিন্ন গ্রুপ সাথে এলাকার লোক তাকে পিকাপ নিয়ে আসে গভীর রাতে, গাড়িতে করে গবাদিপশু চুরি করে নিয়ে পালিয়ে যেতে পারে সহজেই।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলি থানা পুলিশের সহযোগিতায় আমরা আমাদের গ্রামে কমিউনিটি পুলিশিং চালু করি, সেখানে আমরা স্ব প্রণোদিত হয়ে পালাক্রমে দুটি দল(১০-১২জন করে) ডিউটি করতে থাকি। আমি তখন বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও মা-বাবার অনেক বিধি নিষেধ সত্ত্বেও সমাজসেবামূলক এই কাজটি খুব আনন্দের সাথে গ্রহণ করে এবং সকলের কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্রণোদিত হয়ে ডিউটিতে অংশ নিতে থাকি।গ্রামের একপাশ থেকে অন্য পাশ এভাবে চলতে চলতে একদিন আমরা একটা ডাকাতদল কে ধরে ফেলতে সক্ষম হই। দলের দুজন সদস্য আমাদের হাতে ধরা পড়ে। আমরা তাদের ব্যাপক মারধর পরে থানায় সোপর্দ করি।এটা ছিল তখন আমাদের বিশাল বড় সাফল্য।এরপর থেকে কয়েক বছর এই প্রবণতা অনেকাংশে কমে যায়।