অামার জয়যাত্রা

MD. MAHDI HASAN

অামার জন্ম সচ্ছল একটি পরিবারে। হাসি অানন্দে দিনগুলো ভালোই যাচ্ছিল। যখন বয়স দশ সবে মাত্র কৈশোরে পা রাখব। তখনই নেমে অাসে এক ঝড়। এই ঝড়ে অামাকে এবং অামার পরিবারকে কাবু করে ফেলেছিল। অামার বাবার ভুল এবং অপকর্মের জন্য একে একে সব হারাতে হয়। তার মারাত্মক ভুলের কারনে তিনি জেল বন্দী। ২ ভাই এবং ২ বোন নিয়ে অামাদের সংসার পড়ে এক দিশেহারা অবস্থায়। অভাবের তাড়নায় সিঙ্গারা বেঁচে কোনমতে জীবন পার করছিলাম। যে বয়সে কলম ধরব, সে বয়সে সংসারের হাল৷ তবুও জীবন থেমে থাকেনি৷ পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া৷ এভাবে কাজ করতে করতে কেটে যায় ১৬টি বছর৷ সুখ যেন ধরা দিচ্ছিলই না৷ এরপর প্রিয়জনের দেখা মিলল। শুনেছিলাম বিয়ের পর নাকি অাল্লাহ ভাগ্য লিখে রাখে সত্যি অামার ভাগ্য পরিবর্তন করে দিল৷ অামার প্রিয় মানুষটি একদিন বুদ্ধি দিল ছোট একটি অটো গাড়ি কিনতে। কিনলাম... কেনার পর ভালোই যাচ্ছিল। তার কথামতে অাজ অামি ২টি গাড়ির মালিক। অার একটি কেনার কথা ভাবছি। জীবন যুদ্ধে হার না মানা সৈনিক অামি৷ অামার জয়যাত্রা চলতেই থাকবে। সামনে অামার স্বপ্ন অারো বড়। ধন্যবাদ অামার অাল্লাহকে এবং অামার সহধর্মিণীকে। এভাবেই সকলের দোয়ায় এগিয়ে যেতে চাই বহুদূর।