Mahfuzul Islam
ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতাম বড় হয়ে একদিন সংসারের হাল ধরব।অভাব-অনটনে খুব কাটায় কাটায় দিন যাচ্ছিলো।টেনেটুনে বড় ভাই আমি আর ছোট ভাইয়ের পড়ালেখাটা চলছিলো।অভাবের কারনে প্রাইভেট কোন স্যারের কাছে পড়ার ও সামর্থ্য ছিলো নাহ।বাবা ছোট খাটো ব্যাবসা করে।দশম শ্রেণিতে উঠতেই ব্যাবসায় বিরাট ধস নামে।তার ব্যাবসা নাই বললেই চলে,মানুষের কাছ থেকে ধার দেনা করে চলছিলো পরিবার। ওই সময়ে বড় ভাইয়ের আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিপারেশন ও চলছিলো।টাকার অভাবে ভালো কোন কোচিং তো দূরের কথা ঢাকা ভার্সিটির ফরম কেনাটাও তখন বিলাসিতা হয়ে দাঁড়ায়।আল্লাহর নামে দ্মসে একাই অদম্য প্রিপারেশন নিয়ে আল্লাহর অসীম রহমতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে যায়।এরপর থেকে আমাদের আর সমস্যা তেমন হয় নিই।টিউশন করে আরামসে পরিবার চলছে,আমিও টিউশন করাই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার চেস্টা করছি।আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক ভাবে চলছে। এই বিজয়টা উৎসর্গ করতে চাই মাকে,বাবা অনেকবার পড়ালেখা শেষ করে কাজে যোগ দিতে বলসিলো।কিন্তু তিনি এই পড়ালেখার বিজয়ের স্বপ্ন আগেই দেখেছেন। মধ্যবিত্তের পরিবারের ছেলে হওয়া মানে প্রতিদিন যোদ্ধার মতো লড়াই করা,টিকে থাকা এবং শেষ পর্যন্ত বিজয়টা তারা আনবেই।