সাংসারিক জীবনের বিজয়ের গল্প

কাজী রাকিব রেজা

সাংসারিক জীবনটা প্রতিদিন শুরু হয় একটা সংগ্রাম নিয়ে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ছেলে ও স্বামী মন মত কাজ করা, রান্না বান্না করা,বড় ছেলের লেখাপড়া, স্কুল, ছোট ছেলের খাওয়া দাওয়া,ঘুম পাড়ানো, তাদের সাথে খেলাধুলা করা ইত্যাদি।এই সকল সংগ্রাম শেষ করে সবাই কে খুব খুশি করতে পারি তখনি আমার বিজয়ের খুশি লাগে। সংসারের শান্তি তে বিজয়ের সুখ। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমার সংসারটা এই ভাবে ভালোবাসায় ভরে রাখুক এই দোয়া করি।বিজয় শুধু যুদ্ধ করে হয়না বিজয় হয় ভালোবাসা থেকে। বিজয়ের মাসে সবাই কে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা।