মোঃ সাজ্জাদ হোসেন
১৯৭১ সাল।২৫মার্চ রাতে সেই ভয়াল দৃশ্য মনে হলে কেঁপে ওঠে বুকের ভিতর। পাকিস্তান হানাদার বাহিনীর নিমর্ম তান্ডব।আমারা বাঙালি তা মেনে নিতে পারি নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্ব স্তরের মানুষ ঝাপিয়ে পড়ে দেশকে শএুর হাত থেকে রক্ষার জন্য। দীর্ঘ ৯ টি মাস পর ৩০ লক্ষ তাজা প্রানের বিনিময়ে আরো অনেক মা বোনের ইজ্জত এর বিনিময়ে আমরা বিজয় অর্জন করি।১৬ ডিসেম্বর আমাদের জাতির জীবনে শ্রেষ্ট দিন।বিজয়ের লাল সবুজের পতাকা উরানোর দিন। সেই রাতের কথা মনে পড়ে আজও।" মনে পড়ে সেই দিন "