সুচিন্তিত ভাবনা,সফলতা

কাফিউল আজিজ

হঠাৎই চিন্তার প্রতিফলন,,,,অবাক হলাম যা চিন্তা করলাম তার জন্য পরামর্শ সভা। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা সহযোগিতার দ্বার উন্মুক্ত করে চিন্তার বাস্তবায়ন করলাম।কি ছিল চিন্তা,,,? মানবতা ও শান্তির স্লোগান নিয়ে,ইচ্ছে পূরণ কর্মসূচি। সহযোগিতার সাহসে চিন্তার বাস্তবায়নে পুরোদমে মাঠে নেমে পড়লাম এবং সঠিক যাচাই বাছাই করে করোনার কঠিন পরিস্থিতির শিকার ব্যক্তিদের বললাম,কি প্রয়োজন আপনার (প্রকাশ্যে,কারো কারো ক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে) সকলে তাদের চাহিদা অনুযায়ী চাইলেন আমরাও সাধ্য অনুযায়ী সহযোগিতা করে সফল হলাম করোনা কঠিন অবস্থার মধ্যে। আমাদের দেশে এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল করোনা ভাইরাস এসে।করোনা নামক এক মৃত্যুপুরীতে দেশের দিনমজুর পরিবারে এক চরম দারিদ্রতা নেমে আসে।এ থেকে উত্তরণের পথ দেখিয়েছে তারাই,যাদের হাতে ভবিষ্যত বাংলাদেশ।আমি এরকম এক উদ্যোগে সফল কর্মীমাত্র।ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ ও সুন্দর হোক এই কামনা করি।