Jhuma Kundu
আমার কাছে বিজয় মানে অর্জনের আনন্দ। আমার কাছে বিজয় মানে গুটি-গুটি পায়ে চলেও প্রচেষ্টার মাধ্যমে ছোট-বড় অর্জন যা আমার ভালো থাকার কারণ। আমার গল্পে সেই ছোট-বড় অর্জনই আমার বিজয়। আমি ঝুমা কুন্ডু, ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক সম্পূর্ণ করেছি। হয়তো আমার পথ চলাটা খুব বেশি দূর হয়নি,তবুও যতোটা এসেছি সৃষ্টিকর্তার করুণায় আমি তার জন্য খুবই সন্তুষ্ট। আমার কিছু আপনজনদের মৃত্যু ও জীবন থেকে বন্ধুত্ব হারানোর পর আমারও অনেকটাই সাহস রাখতে হয়েছে বাকিটা পথ এগোতে থাকার জন্য। মাঝে মাঝে হতে হয়েছে পরিবারের অবলম্বন, মাঝে মাঝে হতে হয়েছে ছোট বোনের কাছে তার লক্ষ্য পূরণের আদর্শ আবার কখনো নিজেকে নিজের লক্ষ্য পূরণের জন্য সব অবহেলা,কিছু বন্ধুদের সমালোচনা আর কিছু আত্মীয় বা প্রতিবেশীদের দেওয়া তুচ্ছতাকে পেরিয়ে লড়াইয়ের খাতায় এগিয়ে যেতে হয়েছে,হয়তো আরো এগিয়ে যাবো স্রষ্টার ইচ্ছায়। আমি আমার গল্পে আমার বিজয় মানে বুঝি শত কঠিন সময়েও হাল না ছেড়ে আমার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। আমার লেখাপড়ায় আমার অর্জন মানে প্রথম শ্রেণীতে স্নাতক সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা। আমার কাছে অর্জন মানে আমার সৎ লক্ষ্যকে এক ধাপ করে এগিয়ে যাওয়ার দৃঢ় পদক্ষেপ। আমার ভালো থাকার কারণ মানে আমার পরিবার সাথে আমার বোনের মুখে হাসি ফোটানোর জন্য ভালো কাজ করা। যখন দিন দিন সব সমালোচনা, সব তুচ্ছতার সম্মুখীন হতে থাকছিলাম তখন আমার মনে হয়,এভাবে আর কতোদিন! আমার তো নিজের জন্য, পরিবারের জন্য হলেও ভালো কাজ করা উচিত৷ তাই যখন সময় পেতাম, আমি তখন ডায়েরিতে টুকটাক করে কবিতা লেখা শুরু করি। স্নাতক তৃতীয় বর্ষ থেকে লেখার চেষ্টা করি। তারপর ২০২১-এ এসে মনে হয়েছে,এই লেখাগুলো তো কোথাও প্রকাশ করা যায়। তখন আমি "নতুন এক মাত্রা" ম্যাগাজিনে একটি কবিতা পাঠায়,এটাই আমার প্রথম কোথাও পাঠানো লেখা। সেই কবিতাটি প্রকাশ হয় এই ম্যাগাজিনের এবারের হেমন্ত সংখ্যায় "সত্য-বুনন" শিরোনামে। এটাও আমার কাছে এক বড় প্রাপ্তি। সমালোচনাকে আমি আমার শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই এভাবেই। আমি এভাবেই আমার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। আমি চাই আমার লক্ষ্য, আমার ভালো কাজ আর আমার সততায় বাকিটা পথ চলতে চাই৷ আমি থমকে গিয়েছি,তবে থেমে যায়নি।আমি হাল ছাড়িনি, স্রষ্টা পাশে থাকলে বাকিটা পথেও চেষ্টা চালিয়ে যাবো ভালো কাজ করার জন্য। জীবনে বাধা আসার পথটাকে থামানো যাবে না, বাধা আসবেই।আমি শুধু সেই বাধা জয় করার সাহস চাই। আমি চাই অবহেলা আর সমালোচনা যেন কোনো ভালো কিছু কে থামিয়ে না দিতে পারে। আমার কাছে আমার ছোট-বড় সব অর্জনই আমার জয়। আমি এভাবেই আমার জীবন গল্পের প্রতিটি পাতায় লিখতে চাই আমার বিজয়।