মোঃ বেলাল হোসাইন বকুল
বিজয় নিয়ে উল্লাস করি বেলাল বকুল -------------------------------------- ১৬ ডিসেম্বর এলে, বিজয়ের শিহরণ লাগে ভুলে যাই সবকিছুই ডিসেম্বর চলে গেলে। পরাধীনতার শিকল ভেঙে দীর্ঘ সময় যুদ্ধ করে, জীবন রক্ত বিলিয়ে দিয়ে বিজয় এলো পরে। পরাধীনতা দুর করে সব বিজয় এনে ছিলো, বিজয়ের স্বাদ পেয়েছি কি? তোমরা আজ বলো। স্বাধীনতার সঠিক ফল কি পেয়েছি বলো? পরাধীনতা পিছু ছাড়েনি বিজয় কেমনে হলো। আজো পরাধীন বন্দী সবে স্বাধীন কেহ নই, নামেই আছে স্বাধীনতাটা বাস্তবে মিল কই। খুন-ধর্ষন অপকর্ম সব চলে আগের মতো, কাগজ কলমে স্বাধীনতা দেখবো বলো কত। স্বাধীনতার সুফল গুলো বাস্তবে সব হলে, বিজয়ের স্বাদ নিব সেদিন দুঃখ যাবো ভুলে।